এই যে.. একটু ঘুরে তাকাও, আড় চোখের ভাজে দেখ চেয়ে দাঁড়িয়ে আছি এখনও ভিড়ের মাঝে, কথার কথা হয়েছিল যা কথা বলার ছলে, মনের এত গোপন কথা কি করেযে লোকে বলে! জমে জমেই আছে কত মনের অন্তরালে আজ খুলে বলেই দেবো ভেবে রেখেছি কোন কালে। শুনে যদি অবাক হয়ে লাঠি হাতে ভুরু বাঁকাও, সেই ভয়েই কিছু না বলে শুধুই বলি, এই যে, একটু তো ঘুরে তাকাও..
কিছু একটা খুব প্রচন্ড পরিমানে মিস করছি। হয়তো বুঝেছি তাকে , হয়তোবা বুঝিনি। চেনাজানা মেলামেশা বোঝাবুঝির মাঝে হঠাৎ করে বিস্তর দুরত্ব বেড়ে যায়। কত চেনা গল্প আজ অল্পতেই শেষ হয়ে যায়। চাই তাকে কি চাইনা ! কিছুই বুঝিনা, যখন তাকাই দেখি সবই যেন ঘোলাটে আইনা। আজ যেন বেশি করে ধাক্কা দিচ্ছে কথা গুলো, যানিনা কি হয় কত সম্পর্ক গড়ে ওঠে তারা কোথায় হারিয়ে যায়। কত কথা রয়ে যায় অসমাপ্ত, কে করবে তাকে সমাপ্ত।
Comments
Post a Comment